শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ মে ২০২৪ ১৬ : ৩২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : কেষ্টগড় বীরভূম থেকে ফের একবার সন্দেশখালি ভিডিয়ো নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‘সন্দেশখালির কথা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন। কিন্তু ঘটনাটা কী ভাবে সাজিয়েছিল এক বারও কেউ বুঝতে পেরেছিলেন? সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না।’’
বীরভূমের সভা থেকে আবারও নির্বাচন কমিশনকে নিশানা মমতার। তিনি বলেন, ‘‘বিজেপি বলছে এই ওসিটাকে চেঞ্জ করতে, করে দিচ্ছে। ডিআইজি পাল্টে দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে যা করতে বলছে তাই করছে। এটা নির্বাচন কমিশন? তিন জনই বিজেপির কোলের সন্তান।’’
রাজ্যের বকেয়া পাওনা নিয়ে ফের একবার সরব হন মমতা। তিনি বলেন, ‘‘রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু তিন বছর ধরে একশো দিনের টাকা কেন দেননি? বার বার কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে। আমি বলেছিলাম বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের আর বাংলার রিপোর্ট কার্ড প্রকাশ্যে আনতে। কিন্তু আপনারা জানেন এখানে কিছু হয়নি।’’
এদিন ফের একবার মমতার মুখে অনুব্রতর প্রশংসা শোনা গেল। তিনি বলেন, ‘‘বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে। আমি মনে করি, কেষ্ট আজ জেলে থাকলেও এই ছেলেটাই জেলার উন্নয়নকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পর পর চারটে সেতু করেছি আমরা। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে। তাতে কী এক দিন না এক দিন তো বেরোবেই।’’